parbattanews

রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলা হবে: এমপি দীপংকর

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন যদি পুনরায় বিজয়ী হতে পারি তাহলে রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, রাঙামাটিতে কৃষি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। চট্টগ্রামের রাউজান থেকে রাঙামাটি পর্যন্ত চার লেইনের সড়ক নির্মাণ এবং রেল যোগাযোগ ব্যবস্থা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এসময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে বলেন, আওয়ামীলীগের উন্নয়ন দেখে জনগণ আমাদের ভোট দিবে।

এসময় মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান, হাজী কামাল উদ্দীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, এইবার রাঙামাটি আসনে সর্বমোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত মোট চারজন মনোনয়নপত্র জমা দেন।

Exit mobile version