parbattanews

রাঙামাটিকে পরিচ্ছন্ন রাখতে প্রচারণা

পর্যটন নগরী খ্যাত পার্বত্য জেলা রাঙামাটিকে পরিষ্কার-পরিছন্ন রাখতে অভিযানে নেমেছে রাঙামাটি পৌরসভা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে শহরের বনরূপা এলাকায় প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

এসময় জেলা প্রশাসক বলেন, রাঙামাটি সব সময় সুন্দর এবং পর্যটন শহর। আমরা সকলে একটু সচেতন হলে এ শহর পরিষ্কার-পরিছন্ন রাখা কোন ব্যাপার না। পরিচ্ছন্ন শহর যেমন নিজেদের কাছে ভাল লাগবে তেমনি পর্যটকদের কাছে ভাল লাগার শহরে পরিণত হবে।

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌর এলাকাকে সুন্দর, পরিষ্কার-পরিছন্ন রাখতে আমরা বদ্ধপরিকর রয়েছি। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। আমরা চাই রাঙামাটি ময়লামুক্ত একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠুক।

উদ্বোধনের পর জেলা প্রশাসককে নিয়ে পৌর মেয়র বনরূপা এলাকার পুরো বাজার ঘুরে দেখেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সমাজ সেবক নুরুল আবছার, স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version