parbattanews

রাঙামাটিতে অ্যাডভোকেট শক্তিমান হত্যা বিচারের দাবি

নিজস্ব প্রতিনিধি:

নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং  রাঙামাটি বার এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা বিচাররের দাবি জানিয়েছেন রাঙামাটি বার এসোসিয়েশনের সদস্যরা।

রোববার ( ৬মে) দুপুরে রাঙামাটি আইনজীবী সমিতির আয়োজনে রাঙামাটি আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার দাবি জানানো হয়।

বক্তারা মানবন্ধনে বলেন, হত্যা করে কোন সমস্যার সমাধান করা সম্ভব নয়। সমস্যা সমাধান করতে হলে আলোচনার প্রয়োজন হয়। হত্যা করলে দেশে, অঞ্চলে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়, মা হারায় তার সন্তানকে, স্ত্রী হারায় স্বামীকে এবং সন্তান হারায় তার পিতাকে।

বক্তারা এসময় সরকারের কাছে শক্তিমান চাকমা হত্যার সুষ্ঠু বিচার দাবি জানান এবং পাহাড়ে যেন রক্তের হোলি খেলা বন্ধ করা হয় সেজন্য স্থানীয় প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেন।

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি আইনজীবী সমিতির  সাবেক সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহম্মেদ, প্রতিম রায় পাম্পু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাজীব চাকমা প্রমুখ।

Exit mobile version