parbattanews

রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভা, ‘মা’ ও জীবন বীমা দিবস পালিত

রাঙামাটিতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলাকে গুরুত্ব দিয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

অনুষ্ঠানে এমপি বলেন, ঘূর্ণিঝড় ‘ মোখা’ পুরো দেশের জন্য আতঙ্ক। তবে সরকার ক্ষয়-ক্ষতি এড়াতে সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন তারা দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান।

এদিকে একইদিনে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে একজন সন্তানের জীবনে মায়ের ভূমিকা তথা আধুনিক নাগরিক গড়ে তোলার ব্যাপারে মায়েদের গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে একইদিনে জীবন বীমা কর্পোরেশন এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Exit mobile version