parbattanews

রাঙামাটিতে আকস্মিক ঝড়ো হাওয়ায় কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত

 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি সদরে আকস্মিক ঝড়ো হাওয়ায় কয়েকটি ঘর লণ্ড ভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪জুন) সকালের দিকে সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ  করে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, বৃষ্টির সাথে বাতাসের তীব্র দমকা হাওয়া শুরু হলে  মূহুর্তের মধ্যে এলাকার কয়েকটি বাড়ি-ঘরের চাল উড়ে যায় এবং গাছ-পালা উপড়ে পড়ে। এ দমকা হাওয়া  ঘন্টাখানেক স্থায়ী ছিলো। এসময় ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মগবান ইউনিয়নের স্থায়ী বাসিন্দা অরুন কান্তি চাকমা জানান, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বেড়ে তীব্র দমকা হাওয়া শুরু হলে ঘন্টা খানেকের মধ্যে আমার এলাকার কয়েকটি বাড়ি-ঘরের চাল উড়ে যায় এবং অনেক গাছ-পালা মাটিতে উপড়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

Exit mobile version