parbattanews

রাঙামাটিতে আগামী ৫-১৯ জুন জাতীয় ভিটামিন ‌‌‘এ’ প্লাস ক্যাম্পেইন

আগামী ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যােগে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভির সার্জন ডা. বিপাশ খীসার সভাপতিত্বে এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমা, দৈনিক গিরিদর্পন এর সম্পাদক একেএম মাকসুদ আহম্মেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহবুব আহম্মেদ বক্তৃতা করেন।

সিভিল সার্জন বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা স্বাস্থ্যিবিধি মেনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবো। সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, আগামী ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাঙামাটি জেলায় ৬-১১মাস বয়সী ৯২৫১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭৩ হাজার ২৪৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৩১৫টিটি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ২০১ জন স্বেচছাসেবক ও ৪২৯ জন জন মাঠকর্মীর তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে।

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা সভায় অংশ নেন।

Exit mobile version