parbattanews

রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ভাল মানুষের মতো চুক্তি বাস্তবায়ন করুন। বিভেদ করবেন না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। কত বাহিনী করেছেন, কত বাহিনী করবেন, এগুলো টিকবে না বন্ধুরা। আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাবেক এ এমপি বলেন, দু’টি শাপলা ফুল নিয়ে আসুন। পাহাড়ের মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। এর ব্যতিক্রম হলে উপর ওয়ালা মালুম।

বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সভাপতি প্রকৃত রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বমেএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতনা চাকমা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি অরূপ মুৎসুদ্ধি।

Exit mobile version