parbattanews

রাঙামাটিতে আরও ৪ নার্সের করোনা শনাক্ত: আক্রান্ত ১৪

রাঙামাটিতে আরও চার নার্সের করোনা পজিটিভ পাওয়া গেছে। বুধবার দিনগত  রাত সাড়ে ১১টায় এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

তিনি বলেন, আমরা এখনো বিস্তারিত জানাতে পারছি না। তবে পাওয়া নতুন রিপোর্ট-এ আক্রান্ত সকলে সদর হাসপাতালের  স্টাফ নার্স বলে জানান।

এর আগে বুধবার রাত আটটার দিকে রাঙামাটি সদর হাসপাতালের ১ জন চিকিৎসক, বাইরে প্র্যাকটিস করা আরেকজন চিকিৎসক এবং বিলাইছড়িতে ২ জন এবং রাজস্থলীতে আরেকজন করোনায় আক্রান্ত হয়েছে। রাতে আসলো হাসপাতালের ৪ নার্সের পজিটিভ রিপোর্ট। এনিয়ে একদিনে সর্বোচ্চ ৯ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত ৬ মে ৪ জনের পজিটিভ পাওয়ার পর ৭ মে দ্বিতীয় দফা নমুনা পাঠানোর পর ১০ ও ১১ মে তাদের করোনা নেগেটিভ ফলাফল আসে এবং তৃতীয় দফা আবারও নমুনা প্রেরণ করা হয়। ১২ মে আরেকজনের পজিটিভ আসে। এনিয়ে জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হলো।

Exit mobile version