parbattanews

রাঙামাটিতে আ’লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাঙামাটি জেলা আ’লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে এ দিবস পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, বাঙ্গালী এমন একটি জাতি যাদের ভাষার অধিকার আদায়ের জন্য জীবন দিতে হয়েছে। রফিক, শফিক, জব্বারসহ যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বক্তারা ক্ষোভের সাথে আরও বলেন, আমরা দিনদিন বিদেশী ভাষার প্রতি ঝুঁকে পড়ছি। আমাদের মাতৃভাষাকে আমরা দিবসের দিনে সীমাবদ্ধ করে রেখেছি। এখনি সময় হয়েছে আমাদের মায়ের ভাষাকে সারা বিশ্বের কাছে মর্যাদার ভিত্তিতে তুলে ধরতে হবে। তাহলে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের আত্মা শান্তি পাবে, বাঙ্গালী তার মাথা উঁচু করে বাঁচতে পারবে।

জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়োজার সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, কৃষকলীগের সভাপতি জাহিদুল হকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version