“নামাজ শেষে ধনী-গরিব নির্বিশেষে কোলাকুলি ও মুসাফাহ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।”

রাঙামাটিতে ঈদের জামাত অনুষ্ঠিত

fec-image

 

রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু করে সকাল সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় মসজিদগুলোতে এই জামাত অনুষ্ঠিত হয়।

শহরের অন্যতম পুরনো কাঠালতলী জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন, হাফেজ মাওলানা মুহাম্মদ সিকান্দর হোসেন রিজবী। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়রা ঈদ জামাতে অংশ নেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বুধবার সকাল থেকেই ঈদের নামাজে নানা বয়সী মুসল্লিদের ঢল নামে। সকাল ৮টা থেকেই স্থানীয় মসজিদগুলোতে মুসল্লীদের আগমন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আল্লাহ আকবার তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ঈদগাহ ময়দান।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতি তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এসময় আমিন আমিন ধ্বনিতে কান্নায় ভেঙে পড়ে মহান আল্লাহর কাছে জীবনের সকল গোনাহ মাফ চেয়ে ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। নামাজ শেষে ধনী-গরিব নির্বিশেষে কোলাকুলি ও মুসাফাহ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

এদিকে নামাজ শেষে মুসল্লীরা কবর এবং মাজার জিয়ারত করেন এবং মৃত মা-বাবা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা হয়।

ঈদের জামাতে সকল ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরাপত্তা জোরদার ছিলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন