parbattanews

রাঙামাটিতে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা

বিদ্যা দেবীর আরাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে রাঙামাটিতে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে সরস্বতী পূজা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে জেলার সনাতন ধর্মালম্বীদের মন্দিরগুলোতে বিদ্যা দেবীকে স্মরণ করে পূজা অর্চনা পালন করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা এ পূজা উদযাপন করেছে।

এদিকে পূজা উপলক্ষ্যে মন্দিরগুলোকে সাজ-সজ্জা করা হয়েছে। সকাল থেকে পূজা অর্চনায় যোগ দিতে ভক্তরা ভীড় করছে মন্দির প্রাঙ্গনে। সকালে পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি নিয়েছে ভক্তরা। মন্দিরে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। দিনব্যাপী এ আয়োজনে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে মন্দির পরিচালনা কমিটির ব্যবস্থাপনা কমিটি।

Exit mobile version