parbattanews

রাঙামাটিতে একদফা দাবি আদায়ে প্রা. শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একধাপ পরে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আগামী ২২ ডিসেম্বরের আগে এই দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরণ অনশণ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা জানান, ২০০৪ সাল পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন ছিল। কিন্তু দিনদিন সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য বেড়েই চলেছে। বর্তমানে ব্যবধান বেড়েছে তিন ধাপ। সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে শিক্ষকের বেতন নির্ধারণ করার দাবি জানান বক্তারা।

রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পার্বত্য শিক্ষক অধিকার বিষয়ক সম্পাদক বিমলেন্দু চাকমা। এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সৌমিত্র চাকমা, নীলা চাকমা বিপ্লব বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

Exit mobile version