parbattanews

রাঙামাটিতে এক সম আধিকার পদত্যাগ

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য চট্রগ্রাম সম আধিকার আন্দোলন, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সহ-সভাপতি ও পৌর কমিটির সভাপতি কাজী মো. জালোয়া তার নির্ধারিত পদ থেকে পদ ত্যাগ করেছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাঙামাটি শহরের একজন নাগরিক হিসেবে রাঙামাটিসহ তিন জেলার স্থানীয় সমস্যা নিয়ে দীর্ঘদিন পার্বত্য চট্রগ্রাম সম আধিকার আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে রাজনৈতিক প্রভাব মুক্ত ৭১ এর চেতনায় স্থানীয় সমস্যা নিয়ে কাজ করার জন্য রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সহ-সভাপতি ও পৌর কমিটির সভাপতির পদ গ্রহণ করেন।

তিনি বলেন, কমিটি গঠনের পর স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে জেলা কেমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেত্রী বৃন্দের সাথে আলোচনা করেছি। বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মত্রান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের প্রস্তাব করেছি। পৌর কমিটির পক্ষ থেকে অনুমতি পাইনি । তাই হতাশ হয়ে পদত্যাগ করেছি।

কারণ সমূহ:

১. পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, হুম, হত্যার বিরুদ্ধে কর্মসূচি।

২. ভূমিকমিশনের বিতর্কিত ধারা বাতিল।

৩. রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ।

৪. প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত নিয়োগ বাতিল সহ স্থায়ী নিয়োগ কমিটি গঠন।

৫. উপজাতি কোটা নয় পার্বত্য কোটা চালু, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদলে কোটা চালু।

৬. প্রাকৃতিক বিপর্যয়ে জসগণের পাশে দাঁড়াতে না পারা।

৭. লংদুতে অপৃতিকর ঘটনা কোন অবস্থাতেই কাম্য নয়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে যাতে সাধারণ জনগণ হয়রানির স্বীকার না হয়।

৮. পর্দার আড়াল থেকে কমিটির কার্যক্রম চালানোর নির্দেশ, জামাত শিবির মুক্ত সংগঠন চালানো।

৯. রাজনৈতিক দল মুক্ত ৭১ এর চেতনায় সাংগঠনিক কার্যক্রম স্থানীয় ভাবে চালানো।

Exit mobile version