parbattanews

রাঙামাটিতে এফপিএবি’র যুব সংসদ প্রশিক্ষণ শুরু

Rangamati Pic-19-10-14

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) তিনদিন ব্যাপী যুব সংসদের অধিবেশন ও প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় রাঙামাটি বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এফপিএবি’র সভাপতি অধ্যাপিকা খালেদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন।

এসময় এফপিএবি’র রাঙামাটি শাখার সভাপতি জেবুন নেসা রহিম, এফপিএবি’র রাঙামাটি শাখার অবৈতনিক কোষাধ্যক্ষ রবীন্দ্র লাল দে, মহাসচিব নাসির আহম্মদ বাবুল, প্রোগ্রাম পরিচালক ড. মাহাবুবুর রশীদ, ইউবিআর প্রোগ্রামের উপ-পরিচালক ও ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন, এফপিএবি রাঙামাটি শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে এফপিএবি’র দেশের বিভিন্ন জেলার মোট ৩০ জন যুব সংসদ সদস্য অংগ্রহণ করেন।

Exit mobile version