parbattanews

রাঙামাটিতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

রাঙামাটিতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। বুধবার (৭ জুন) বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা। সঞ্চালনায় ছিলেন সাবেক কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিুকুল মাওলা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন এবং রাঙামাটি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজ আহম্মেদ। সভায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ৬ দফা দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনা পরবর্তী ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা, দেশের স্বাধীনতার জন্য জীবন দেওয়া অকুতোভয় বীর সৈনিক এবং সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version