parbattanews

রাঙামাটিতে করোনার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতেও করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে রাঙামাটি সদর হাসপাতালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি টিকা গ্রহণের মধ্যে দিয়ে দ্বিতীয় ডোজের উদ্বোধন করা হয়।

এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষসহ রাঙামাটির সম্মুখ সারির করোনা যোদ্ধারা টিকা গ্রহণ করেন।

রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, রাঙামাটিতে প্রথম ডোজের টিকা গ্রহণ করেন, ৩০ হাজার ৭৯৩ জন। বৃহস্পতিবার ১৮ হাজার দ্বিতীয় ডোজের টিকা আসবে। তবে বুধবার থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু করা হলেও কতজনকে টিকা প্রদান করা হয়েছে তা সন্ধ্যার মধ্যে জানা যাবে।

সিভিল সার্জন আরও বলেন, যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের মোবাইলে মেসেজ চলে যাবে। এছাড়া যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড, এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসলে তাদের টিকা দেয়া হবে।

তিনি জানান, প্রথম ডোজ টিকা প্রদান অব্যাহত রয়েছে। যারা এখনো টিকা গ্রহণ করেননি তারা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

Exit mobile version