parbattanews

রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ক জরুরী সভা

রাঙামাটিতে করোনা ভাইরাস মোকাবিলায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদদাছছের হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

সভায় জানানো হয়, রাঙামাটির দোকান-পাট রাত আটটার মধ্যে বন্ধ রাখা নির্দেশ প্রদান করা হয় এবং হোটেল সমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে পারবে। পুরো জেলায় করোনা সংক্রমণ রুখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিশেষ করে হাটের দিনে সমাজিক দূরুত্ব বজায় রাখতে প্রশাসন কাজ করবে।পর্যটকদের সচেতন করতে হ্যান্ডস্যানিটাইজার এবং মাস্ক পড়াতে বলা হয়েছে।

এদিকে আলোচনা সভার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সম্প্রতি রাঙামাটি জেলা করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক ১১ দফা নিয়ম মানার জন্য সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Exit mobile version