parbattanews

রাঙামাটিতে কর্মহীন মানুষের পাশে সাবেক মহিলা এমপি

 মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (০২এপ্রিল) দুপুরে শহরের ভেদভেদী এলাকার তারুণ্য স্পােটিং ক্লাবে ১৫০জন কর্মহীন, হত-দরিদ্র মানুষকে ত্রাণ দিয়ে সহায়তা করেছেন তিনি।

এরমধ্যে- জনপ্রতি ৫ কেজি চাল, ১কেজি আলু, ৫০০ গ্রাম পিয়াজ, ৫০০ গ্রাম ডাল,
৫০০ গ্রাম তেল এবং ১টি করে ডেটল সাবান প্রদান করা হয়েছে।

সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু বলেন, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধু আদর্শকে বুকে লালন করে জীবনের সবকটি সময় পার করে দিয়েছি। বাকী জীবনেও মানুষের জন্য কাজ করতে চাই।

সাবেক এই এমপি আরও বলেন, যারা কাজ করে তারা ক্ষমতায় না থেকেও করতে পারে। এজন্য উন্নত সৎ মানুসিকতার প্রয়োজন হয়। আমি আমার সামর্থ অনুযায়ী সমাজের কর্মহীন কিছু মানুষকে সাহায্য করেছি। যারা সমাজে বিত্তবান আছেন তারা যদি আরও এগিয়ে আসেন তাহলে কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না বলে যোগ করেন।

Exit mobile version