parbattanews

রাঙামাটিতে কাঠভর্তি ট্রাক আটক করেছে গোয়েন্দা সংস্থা

আলমগীর মানিক,রাঙামাটি:
কাগজপত্রের বাইরে অতিরিক্ত কাঠ পাচারের অভিযোগে কাঠবোঝাই একটি ট্রাক আটক করেছে রাঙামাটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্যরা। সোমবার দিবাগত রাত আটটার সময় শহরের মানিকছড়ি চেকপোষ্টে এই ঘটনা ঘটে।

গোয়েন্দা সংস্থার ভাষ্যমতে, রাঙামাটি শহর থেকে পাচঁ’শ ফুটেরও অধিক সেগুন ও গামারির গোল কাঠ ভর্তি একটি ট্রাক জেলার বাইরে ভৈরব জেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মানিকছড়ি চেকপোষ্টে পৌছুলে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্য’র হাতে কাগজ পত্র সঠিক নয় মর্মে পরিলক্ষিত হয়। এইসময় গাছের সাথে থাকা লোকদের কাছে কাগজপত্র নিয়ে চেলেঞ্জ করে পরে রাঙামাটি উত্তর বনবিভাগের দায়িত্বরত লোকদের হাতে গাড়িটি আটকের জন্য দিয়ে দেয় গোয়েন্দা সংস্থার দায়িত্বরত সদস্য।
উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আমরা গাড়িটির সাথে থাকা কাগজপত্র চেক করে দেখেছি তেমন কোনো বড় ধরনের গোলমাল পাইনি। তারপরও আমি গাড়িটিকে আটক করে নিয়ে যাচ্ছি।

Exit mobile version