parbattanews

রাঙামাটিতে কাপ্তাইয়ের জেলেদের মধ্যে চাল বিতরণ করলেন জেলা প্রশাসক

ততততততততত

স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ আহরণকারী সাড়ে ৪ হাজার জেলে পরিবারকে প্রত্যেককে ৪০ কেজি করে দুই মাসের খাদ্য সহায়তা হিসাবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার (১৮ জুন ২০১৬) রাঙ্গামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন শহরের আনন্দ বিহার এলাকায় জেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে জেলেদের মাঝে এসব চাল বিতরণ করেন।

শহরের আনন্দ বিহার এলাকায় জেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে জেলেদের মাঝে এসব চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, আব্দুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাছের প্রাকৃতিক প্রজননের জন্য কাপ্তাই হ্রদের মাছ আহরণ তিন মাসের জন্য বন্ধ রয়েছে। হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেরা যাতে খাদ্য সংকটে না পড়ে সে জন্য দুযোর্গ ও ত্রান মন্ত্রনালয় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ আহরণকারী জেলে পরিবারদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ করেছে।

Exit mobile version