রাঙামাটিতে কিশোর কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

fec-image

রাঙামাটিতে কিশোর-কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ এবং গর্ভাবস্থা বিলম্বিত করা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ জানুয়ারী) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নিজস্ব ভবনের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রধান আব্দুল আজিজ। ডেপুটি সিভিল সার্জন ডা: নীতিশ চাকমার সভাপতিত্ব এসময় ডা: মোস্তফা কামাল, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, আইনজীবির প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা অংশ নেন।

সভায় বলা হয়, কৈশোরে গর্ভধারণ করার কারণে কম ওজনের বাচ্চ জন্ম গ্রহণ করে মাতৃ মৃত্য ঝুঁকি বেড়ে যায়। যে কারণে কৈশোর বয়সে বিয়ে আমাদের কাম্য নয়। কৈশোর বয়সে বিয়েতে যারা সহযোগিতা করবেন এবং যারা করবেন তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা এবং অর্থদন্ডের বিধান রেখেছেন।

সভায় আরও বলা হয়, আজকের কর্মশালার মূল উদ্দেশ্যে হলো আপনারা যারা এ কর্মশালায় অংশ নিয়েছেন সকলে সমাজের গণমান্য ব্যক্তিবর্গ। আপনারা পারেন সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার দূর করতে। বাল্যবিবাহ বন্ধ করতে এবং সুস্থ্য জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন