parbattanews

রাঙামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী বোটে আগুন

রাঙামাটিতে চাঁদার দাবিতে কাপ্তাই হ্রদে চলাচলকারী একটি পর্যটকবাহী বোটে আগুন দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে হ্রদের কাইন্দারমুখ এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর জেলা থেকে একটি পর্যটক দল রাঙামাটিতে বেড়াতে আসে। প্রথমে তারা পর্যটন নগরী সাজেকে ঘুরে বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরে ফিরে আসে। এরপর শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা ঘুরে বরকল উপজেলার সুবলং ঝরণা দেখতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের বহন করা বোটটি আটক করে সবার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং বোট থেকে নামিয়ে দেয়। পরে বোটে আগুন দেয়।

বোট চালক গিয়াস জানান, যারা বোটে আগুন দিয়েছে তাদের সকলের হাতে অস্ত্র ছিলো। তাদের নাম, পরিচয় জানা যায়নি। তবে তারা চলে যাওয়ার সময় পর্যটকবাহী বোট চাঁদা না দিয়ে এ এলাকা দিয়ে যেন চলাচল না করে সেই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে। এরপর বোট চালক আরেকটি বোট নিয়ে পর্যটকদের রাঙামাটি নিয়ে আসে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Exit mobile version