parbattanews

রাঙামাটিতে চাষীদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ

rangamati-sheep-distribution-copy

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্যাঞ্চলে খামারে দেশীয় ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় রাঙামাটিতে বরকল উপজেলায় চাষীদের বিনামূল্যে ভেড়া বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পের আওতায় রাঙামাটির বরকল উপজেলার ২০ জন চাষীকে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান  উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে ভেড়াগুলো তুলে দেন।

এ সময় প্রাণী সম্পদ বিভাগের চট্টগ্রাম উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক মো: হাবিবুর রহমান, উপ-প্রকল্প পরিচালক মো: রেজ্জাকুল ইসলাম, বরকল উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাখাওয়াৎ হোসেন উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, পার্বত্যাঞ্চলে খামারে দেশীয় ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ মোট ২৫টি উপজেলায় ৫০০ পরিবারকে ভেড়া চাষে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত ভেড়া চাষীদের মধ্যে জনপ্রতি ৩টি করে সর্বমোট ১ হাজার ৫০০টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Exit mobile version