রাঙামাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে উৎসবের আমেজ

fec-image

রাঙামাটিতে তিন দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী পূজা এবং ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল থেকে শহরের জগদ্ধাত্রী মন্দিরে এ পূজা শুরু হয়।

পূজা উপলক্ষ্যে মন্দিরে ভক্তরা পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করছে। পুরোহিতগণ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করছে।

পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকভাবে মেলা বসেছে। মেলায় ঠাঁই পেয়েছে হরেক রকমের পণ্য সামগ্রী, বস্ত্র, খাদ্য সামগ্রী এবং বস্ত্রের দোকান।

জগদ্ধাত্রী মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়- বুধবার সকাল থেকে জগদ্ধাত্রীর সম্মানে এ পূজার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ পূজা শুক্রবার শেষ হবে। আগামী তিন দিনব্যাপী পূজা অনুষ্ঠানে ভক্তদের মাঝে ধর্মীয় দিক নির্দেশনা প্রদান এবং প্রসাদ বিতরণ করা হবে।

এদিকে পূজাকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ বইছে। সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করলেও অন্যান্য ধর্মাবলম্বীরা মেলায় গিয়ে নিজেদের প্রযোজনীয় কেনা-কাটা সারছেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠছেন।

প্রত্যেক বছর দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী মন্দির কমিটি এ পূজার আয়োজন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন