parbattanews

রাঙামাটিতে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

17741385_686645184871416_1040408834_n

রাঙামাটি প্রতিনিধি :

“হঠাও জঙ্গি-বাচাঁও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন করেছে কলেজ শাখার ছাত্রলীগ।

শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ছাত্রনেতা মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি আত্মঘাতী বোমা বিষ্ফোরণ ঘটিয়ে দেশকে আতংকিত করার চেষ্টা করছে। স্বাধীনতার বিপক্ষের শক্তিরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে। জঙ্গীদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের ঠাঁই হবে না। জঙ্গীবাদের মদদ দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। পার্বত্যাঞ্চল থেকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস দমনে সরকারকে পদক্ষেপ নেয়ারও জোর দাবী জানান ছাত্রলীগ নেতারা।

Exit mobile version