parbattanews

রাঙামাটিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

রাঙামাটিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। রোববার (০২জানুয়ারী) সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদের নিজস্ব ভবনে এ দিবস পালন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীর সভাপতিত্বে সমাজ কল্যাণ বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সুবির চাকমা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ওমর ফারুক এবং প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবসারসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

আলোচনা সভা পর ২৩জন রোগীকে জনপ্রতি ৫০হাজার করে মোট ১১লাখ ৫০হাজার টাকা, ১৭০জন গরীব, অসহায় পরিবারকে জনপ্রতি তিন হাজার ৫০০টাকা করে মোট পাঁচ লাখ ৯৫হাজার টাকা, কলেজ-বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত গরীব এবং প্রতিবন্ধী ১৭০জন শিক্ষার্থীতে জনপ্রতি তিনহাজার ৫০০টাকা করে মোট পাঁচ লাখ ৯৫হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়াও জেলা সমাজ কল্যাণ কমিটির তহবিল হতে ৫৪জনকে শিক্ষা, চিকিৎসা, মেয়ের বিবাহ এবং আগুনে ক্ষতিগ্রস্থদের এককালীন সাহায্য হিসেবে মোট তিন লাখ ৭৪হাজার টাকা প্রদান করা হয়েছে।

Exit mobile version