parbattanews

রাঙামাটিতে জালনোট প্রতিরোধে কর্মশালা

রাঙামাটিতে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) সকালে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম বিভাগের যুগ্ম পরিচালক তামজিদ হোসেন এবং যুগ্ম ব্যবস্থাপক ক্যাশ দেবপ্রিয় বড়ুয়া।

কর্মশালায় জাল টাকা সনাক্তের কলা-কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারে আলোকপাত করা হয়। পাশাপাশি আসন্ন ঈদুল আযহায় কোন অসাধু চক্র যাতে জাল টাকা বাজারে ছড়াতে না পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

সোনালী ব্যাংকসহ সরকারের তফসিলভুক্ত ২০টি ব্যাংকের সহযোগিতায় এ কর্মশালা পরিচালনা করা হয়।

Exit mobile version