parbattanews

রাঙামাটিতে ঠান্ডাজনিত রোগের প্রভাব নেই, রয়েছে ডায়রিয়ার প্রভাব

রাঙামাটিতে এইবার ঠান্ডাজনিত রোগের কোনো প্রভাব নেই। তবে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) রাঙামাটি সদর হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রতি বছর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু, বয়োস্কবৃদ্ধরা হাসপাতালে ভর্তি হতে থাকে এবং অনেক সময় খালি বেড পেতে রোগেীদের বেগ পেতে হয়। সেখানে এইবার ভিন্ন চিত্র দেখো গেছে।

হাসপাতালের চিকিৎসকরা বলছেন, রাঙামাটিতে ঠান্ডার প্রভাব কম থাকায় শিশু রোগী নেই বললে চলে।

রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানানো হয়, রাঙামাটিতে নারী-পুরুষ এবং শিশু মিলে ১২৭জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে মেডিসিন পুরুষ বিভাগে ২৯জন, মেডিসিন নারী বিভাগে ৩১জন, সার্জারি পুরুষ বিভাগে ১৭জন, সার্জারি নারী বিভাগে ১৫জন, গাইনি বিভাগে ১৩জন এবং ২২জন শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই বলেন, ঠান্ডার প্রভাব কম থাকায় ঠান্ডাজনিত রোগী নেই। তবে ডায়রিয়ার আক্রান্ত হয়ে অনেক শিশু ভর্তি হয়েছে।

Exit mobile version