parbattanews

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৭জুন) সন্ধ্যায় রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ফজলে এলাহী কালের কণ্ঠের জেলা প্রতিনিধি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার ( ৮ জুন) সকালে আদালতে তোলা হবে।’

থানা সূত্রে জানা গেছে- ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১। রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দেওয়া হয়।

পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত প্রমাণ না পাওয়ায় খারিজ করে দেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাজনীন। ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version