parbattanews

রাঙামাটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০

রাঙামাটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০জনে দাঁড়িয়েছে। বুধবার (৭ আগস্ট) রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, হাসপাতালে বর্তমানে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে একজন। হাসপাতাল থেকে বাকিরা চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্নতা অব্যাহত রেখেছে।

রাঙামাটি সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার বলেন, ঈদ উপলক্ষ্যে মানুষ বাড়ি ফিরবে। আরো ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। সেই লক্ষ্যে আমরা সতর্ক অবস্থায় রয়েছি। সরকারের পক্ষ থেকে ডেঙ্গু রোগ মোকাবেলায় ১০লাখ টাকার একটি জরুরী ফান্ড গঠন করা হয়েছে। রোগীদের চিকিৎসা দিতে সকল ঔষুধ মজুদ রাখা হয়েছে।

Exit mobile version