parbattanews

রাঙামাটিতে ডেঙ্গু রোগীর সন্ধান

রাঙামাটিতে সোমা চাকমা নামের একজন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। রোববার (২৮) জুলাই রাঙামাটি সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্টরা বলেছেন।

সোমা রাজধানী ঢাকার ধানমন্ডি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সোমার গ্রামের বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। ঢাকায় থাকাকালীন তিনি ডেঙ্গু আক্রান্ত হন এবং চিকিৎসা করান। পরবর্তী সময়ে তিনি বাড়িতে চলে আসে। এরপর গত ২৬ জুলাই তার জ্বর বেড়ে গেলে স্বজনরা তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করায়। তার রক্ত পরিক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তিনি মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: শওকত আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভয়ের কোন কারণ নেই। রোগীকে যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Exit mobile version