parbattanews

রাঙামাটিতে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

Digital mela pic copy
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে সকল শ্রেণী-পেশার মানুষকে নানামুখী ই-সেবায় পরিচিত এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ই-সেবায় উৎসাহিত করতে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছেন জেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে  ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্ধোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

এসময়  জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক রমনী কান্তি চাকমাসহ সরকারি এবং বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সকাল সাড়ে নয়টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে শেষ হয়।

তিনদিন ব্যাপী মেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বির্তক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভাসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

Exit mobile version