রাঙামাটিতে দাবি আদায়ে রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

fec-image

চারদফা দাবি আদায়ের দাবিতে রাজপথে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগাম পরিষদ।

বুধবার (৩১ মে) সকালে জেলা প্রশাসনের সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রলালয় কমিটির সুপারিশের আলোকে ইঞ্জিনিয়ারের সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও সংশোধিত ঢাকা ইমারত বিধিমালা ২০০৮ এর গেজেট প্রকাশ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিজাইন ও প্লানিং সংস্থায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০% উন্নতিকরণ, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক জ্ঞান নির্ভর টিভিইটি গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে পলিটেকনিক ইন্সটিটিউট ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি প্রদান, সরকার অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে চার বছরেই রাখার প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত ইতঃপূর্বে গঠিত কমিটি অবিলম্বে বাতিল ঘোষণার দাবি জানান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগাম পরিষদের আহবায়ক লেলিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রাঙামাটি জেলার সভাপতি নীরঞ্জন নাথ, সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন