রাঙামাটিতে দু’অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

fec-image

র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র‌্যাব) রাঙামাটি শহরে অভিযান চালিয়ে দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (৩১জানুয়ারি) মধ্যরাতে ভেদভেদী পশ্চিম মুসরিম পাড়া থেকে তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ(৬০)।

এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ১০৯টি সীসাবল উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর এএসপি (চান্দগাঁও কমান্ডার) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত গোপনে শুক্রবার মধ্যরাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে হোসেন ও মমতাজ নামের দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু পিস্তলের গুলি উদ্ধারন করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীদের কাছে একাধিকবার অস্ত্র বিক্রি করেছে। বর্তমানে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি বলেন, আমি এ ব্যাপারে অবগত নই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, আটক, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন