parbattanews

রাঙামাটিতে দুই লেন বিশিষ্ট ১২৩ কি. মি. সড়ক নির্মাণ করবে বিশ্বব্যাংক

ksfer

স্টাফ রিপোর্টার:

‘চিটাগাং হিল ট্রাক্টস কানেক্টিভিটি প্রজেক্টে’র আওতায় বিশ্বব্যাংক রাঙ্গামাটিতে ১২৩ কিলোমিটার রাস্তা নির্মাণের লক্ষ্যে জরিপের কাজ হাতে নিয়েছে। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী হয়ে বিলাইছড়ি, জুরাছড়ি এবং বরকল উপজেলার থেগামুখ পর্যন্ত ১২৩ কিলোমিটারের দুই লেন বিশিষ্ট রাস্তা নির্মাণের লক্ষ্যে এ জরিপ চালানো হচ্ছে।-বাসস

এ প্রকল্পের মধ্যে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় একটি চার লেন বিশিষ্ট সেতু এবং বরকলেও একটি সেতু নির্মাণ করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পর্যন্ত রাস্তা সংস্কার, রাঙ্গামাটিতে ল্যান্ডিং স্টেশন নির্মাণ, রাঙ্গামাটি থেকে ছোট হরিণা পর্যন্ত জলপথে যাওয়ার জন্য কাপ্তাই হ্রদের ড্রেজিং এবং বরকল উপজেলার ছোট হরিণা থেকে থেগামুখ স্থল বন্দর পর্যন্ত ৮ কিলোমিটারের একটি রাস্তা নির্মাণও করা হবে।

এ নিয়ে শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ও ‘চিটাগং হিল ট্টাক্টস কানেক্টিভিটি প্রজেক্টের ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট কে এস এইচ রাও। প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই রাস্তাটি নির্মাণ করা হবে।

Exit mobile version