parbattanews

রাঙামাটিতে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের আর্থিক জরিমানা

m cort copy

নিজস্ব প্রতিবেদক রাঙামাটি:

রাঙামাটি শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টার ও কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. নাজিম উদ্দিন আহমেদর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাঙামাটি শহরে বেসরকারীভাবে পরিচালিত মেডিনেট ল্যাব ও তৌশি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও পরীক্ষা নিরীক্ষা অসঙ্গতি পাওয়ার অভিযোগে প্রত্যেককে দুই হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন।

এ ছাড়াও রাম মেডিকেল হল, টিপু ফার্মেসীসহ বেশ কয়েকটি ঔষধের দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ পাওয়ার অভিযোগে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে জেলা প্রশাসন এ অভিযান চালিয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version