parbattanews

রাঙামাটিতে দু’টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরের দু’টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম রিয়াদ হাসান গৌরব-এর নেতৃত্বে শহরের বনরুপাস্থ ক্যাফে লিংক রেষ্টুরেন্ট ও ফুলিকলি মিষ্টি বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৫৩ ধারা অনুযায়ী দুই দোকানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম রিয়াদ হাসান গৌরব জানান, নিষিদ্ধ টেষ্টিং সল্ট ব্যবহার এবং খাদ্য দ্রব্য ও অন্যান্য পণ্য অপরিস্কার রাখার কারণে এদের জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে দোকানগুলোতে যদি আবারও নিষিদ্ধ টেষ্টিং সল্ট ব্যবহার এবং খাদ্য দ্রব্য পণ্য অপরিস্কার রাখতে দেখা যায়, তাহলে ২ লক্ষ টাকা জরিমানা এবং আনাদায়ী ৩ বছরের জেল দেওয়া হবে।

Exit mobile version