parbattanews

রাঙামাটিতে দু’দিনব্যাপী শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাঙামাটিতে দু’দিনব্যাপী শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ শুরু হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ মিজানুর রহমান।

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার স্কুল-মাদ্রাসার বাছাই করা খেলোয়াড়রা অংশ নিয়েছে। দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প এবং বর্ষা নিক্ষেপসহ ২০টি ইভেন্টে মোট ৪০০ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। বৃহস্পতিবার বিকেলে এ খেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

Exit mobile version