parbattanews

রাঙামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

সোমবার (২০ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত বইমেলার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সব মিলিয়ে ২১টি স্টল রয়েছে। এরমধ্যে দুইটি খাবারের স্টল আরেকটি হ্যান্ডি ক্রাফট।

এছাড়াও বই মেলার পাশাপাশি একই স্থানে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রযোগিতা, জেলা স্কাউটের আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ এবং জেলা তথ্য অফিসের পক্ষ থেকে দু’দিনব্যাপী জেলা শহরজুড়ে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

নিউজটি ভিডিওতে পড়ুন:

রাঙামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু আজ

Exit mobile version