parbattanews

রাঙামাটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

রাঙামাটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে হাট-বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের বৃহত্তর বনরূপা বাজার পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বাজারে কোনভাবেই যেন দ্রব্যর কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্য না রাখা এবং বাজারে কোন নোংরা সিন্ডিকেট তৈরি না হয় সেই লক্ষ্যে বাজার পরিদর্শনে বের হয়েছি। পাশাপাশি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি বাজার মনিটরিং টিম করে দিয়েছি। তারা আগামীকাল থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজারে থাকবেন। কোন ব্যবসায়ী আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, ৭নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

YouTube video player

Exit mobile version