parbattanews

রাঙামাটিতে নামল স্বস্তির বৃষ্টি

তীব্র গরমে সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটির মানুষ যখন তীব্র তাপদাহে হাঁসফাঁস করছিল।

এখন জেলায় কয়েকদিন ধরে হালকা এবং গুঁড়ি গুড়ি বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক ভাবে সানন্দে কাজ করছে। তবে আকাশ মেঘলা এবং আবহায়া গুমোট থাকলেও ভ্যাপসা গরম ছিলো।

এ দিকে শনিবার (১০ জুন) সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও বিকেল থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়। জেলায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রী সেলসিয়াস।

রাঙামাটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়, দিনে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জেলায় মাঝারি ধরণের বর্ষণ হতে পারে।

Exit mobile version