parbattanews

রাঙামাটিতে নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা

রাঙামাটিতে তীব্র তাপদাহের কারণে দিনদিন অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জেলা শহরের কেন্দ্রীয় জানাজা মাঠে সুন্নি ওলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত নামাজে সব শ্রেণী-পেশার মুসল্লী অংশ নেন ।

ইসতিসকার (বৃষ্টির জন্য যে নামাজ আদায় করা হয়) নামাজে ইমামতি করেন, মাওলানা: মোহাম্মদ মোস্তফা হেজাজী। নামাজ শেষে তাপদাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়।

এসময় জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম এবং সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version