parbattanews

রাঙামাটিতে নেই আশানুরূপ পর্যটক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর জেলায় আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে। তবে বাইরের পর্যটক না থাকলেও জেলার পর্যটন স্পগুলো স্থানীয়দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

প্রতি বছর টানা ছুটি, ঈদুল ফিতর কিংবা অন্যান্য সময়ে জেলার বাইরে থেকে যেভাবে পর্যটকের আগমন ঘটে সেভাবে এবারে পর্যটকের আগমন ঘটেনি। হোটেল-মোটেলগুলো অর্ধেকেরও কম বুকিং রয়েছে।

জেলার পর্যটন ব্যবসায়ীরা বলছেন ঈদুল আজহা পালন করার জন্য মানুষ আপন ঠিকানায় ফিরে যাওয়ায় এ বছর জেলায় পর্যটকের আগমন ঘটেনি। তবে ঈদের ছুটির পর মানুষ কর্মস্থলে ফিরে আসার সাথে সাথে সুযোগ বুঝে এ অঞ্চলের নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসবে পর্যটকরা।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পক্ষে থেকে বলা হয়, পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। পর্যটকরা যাতে নিশ্চিন্তে ঘুরে ফিরতে পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

রাঙামাটি পর্যটন করপোরেশন এর ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, পর্যটন করপোরেশনের হোটেলের রুমের বুকিং এখনো খালি রয়েছে। তবে এটা সমায়িক। মূলত ঈদুল আজহার ছুটিতে মানুষ নিজ গ্রামে চলে যাওয়ায় পর্যটক তুলনামূলক কম হয়েছে। কিছুদিন পর থেকে জেলায় আবারো পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে এমন প্রত্যাশা করছি।

Exit mobile version