parbattanews

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার:
বৃহত্তর চট্টগ্রামে অংশ হিসেবে রাঙামাটিতেও চলছে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট। গত ২৫ অক্টোবর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল শাখার এক সভায় থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। রবিবার ভোর থেকে শহরে অটোরিক্সাসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর পাল্লার সড়ক পথে কোন বাস ও নৌ পথে কোন লঞ্চ চলাচল করছেনা। রাঙামাটি শহরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী জানান, সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে।

তিনি বলেন, এক মাস আগে আমরা কর্মসূচী ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। এজন্য রোববার সর্বাত্মক পরিবহন ধর্মঘট চলবে। ট্রাক, কনটেইনার মুভার, বাস, অটোরিক্সা, টেম্পু, হিউম্যান হলারসহ সব ধরনের যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে। তবে ব্যক্তিগত গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

Exit mobile version