parbattanews

রাঙামাটিতে পাচারকালে ১৭ গাড়ি জ্বালানী কাঠ আটক করেছে যৌথবাহিনী

কাঠ পাচার

নিজস্ব প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে বিপুল পরিমাণ জ্বালানী কাঠসহ ১৭টি চাঁদের গাড়ি নামে পরিচিত খোলা জীপ আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ঘনফুট জ্বালানী কাঠ আটক করা হয়।

রাঙ্গামাটি বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত জ্বালানী কাঠ ও খোলা জীবগুলো বন বিভাগে কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার সকালে শহরের মানিকছড়িস্থ আমছড়ির মুখে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, বনবিভাগ ও পুলিশের একটি যৌথ টিম।

এসময় সেখানে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৭টি চাঁদের গাড়িসহ বিপুল পরিমান জ্বালানী কাঠ জব্দ করে যৌথবাহিনীর টিম। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। জব্দকৃত জ্বালানী কাঠের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Exit mobile version