parbattanews

রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের সতর্কতা

রাঙামাটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সরে যেতে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।।

শনিবার (১৭ জুন) দুপুরে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে মাইকিং করে এবং নিরাপদ স্থানে সরে যেতে লোকজনকে অনুরোধ জানান।

এদিকে জেলায় দেশের অন্যান্য স্থানের ন্যায় ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। জেলা শহরের রূপ নগর, শিমুলতলী, পশ্চিম মুসলিম পাড়াসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় কয়েক হাজার বসতি রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধ্বসের ক্ষতি থেকে জানমালের ক্ষতি এড়াতে সতর্কতামূলক মাইকিং করছেন বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, রূপনগর এলাকাবাসীর জন্য রাঙামাটি বিএম ইন্সটিটিউট এবং শিমুলতলী এলাকাবাসীর জন্য রাঙামাটি বেতারে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৩ জুন প্রবল বর্ষণে পাহাড় ধসের ১১০ জনের প্রাণহানী ঘটেছিলো।

Exit mobile version