parbattanews

রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

” প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটি জেলাও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ পালন করা হচ্ছে। বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) সকালে কাঠালতলী এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ এ সপ্তাহের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি মামুনুর রশীদ বলেন, আগুন নিভানো, আহতের সেবাসহ সকল কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে ঝুঁকি নিয়ে কাজ করে। শুধু তাই নয়, দেশের যেকোন দূর্যোগ মোকাবিলায় প্রতিষ্ঠানটির কর্মীরা জনগণের পাশে থাকে।

ডিসি মামুনুর রশীদ আরও বলেন, শুধু দুর্যোগে কাজ করলে হবে না, পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় জনগণকে এ ব্যাপারে সচেতন করে গড়ে তুলতে হবে। এইজন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথের সভাপতিত্বে এসময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version