parbattanews

রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন

রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি থেকে এ কেন্দ্রটির উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

উদ্বোধনকালে এমপি বলেন,বঙ্গবন্ধু আমাদের জাতির পরিচয়, তিনি বাঙ্গালি জাতির অহংঙ্কার। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সম্পর্কে আগামী প্রজন্মের নিকট সঠিক তথ্য তুলে ধরতে রাঙামাটি জেলায় বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, মো. রফিকুল মাওলা, বৃষকেতু চাকমা, সাধারন সম্পাদক হাজী মো . মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আকতার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি ভিডিওতে দেখুন:

রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন

Exit mobile version