parbattanews

রাঙামাটিতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

রাঙামাটিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিজের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বঙ্গমাতার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এদিকে একইদিন সকালে রাঙামাটি মহিলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার জন্মদিন পালন করা হয়েছে। শুরতে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ।

সংগঠনটির জেলা শাখার সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে বক্তৃতা করেন- জেলা আ.লীগের নেতা রফিকুল মাওলা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version