parbattanews

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। ভোর ৬টা ৩৪মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। পর পরই পুলিশ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তৃপক্ষ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে, রাঙামাটি মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, আনসার- ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ,বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় ।

এসময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে আন্তোৎসর্গকারী যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান জানান। কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় জেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানান কর্মসূচির আয়োজন করেছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সরকার ঘোষিত বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাঙামাটিবাসীও শপথ অনুষ্ঠানে অংশ নিবেন।

Exit mobile version